Last Updated: Tuesday, May 1, 2012, 19:20
মেলবোর্নে রহস্যজনক ভাবে মৃত্যু হল একটি ভারতীয় পরিবারের ৪ সদস্যের। পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মেলবোর্নের উপকণ্ঠে গ্লেন ওভারলের একটি বাড়ি থেকে ৩৬ বছর বয়সী নীলেশ শর্মা, তাঁর স্ত্রী প্রীতিকা ও তাঁদের দুই সন্তান, ৫ বছর বয়সী দিবেশ ও ৩ বছর বয়সী দিব্যার দেহ উদ্ধার করা হয়েছে।